নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত করেছেন সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। গত রোববার ফল স্থগিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন তিনি।
এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীরা হলেন- জুবায়েদ আদেল, হাজী এ এম কাইয়ুম, শেখ মোহাম্মদ আলমগীর ও ইরোজ আহমেদ। এর আগে জুবায়ের আদেলকে বেসরকারিভাবে নির্বাচিত হন। তবে এ ফল স্থগিত ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, একটি কেন্দ্রের ভোটের সংখ্যা উল্টে দিয়ে প্রতিপক্ষকে জিতিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ মোহাম্মদ আলমগীর। প্রথমে তার এ অভিযোগ আমলে নেয়া না হলেও পরে বিভিন্ন ইভিএম থেকে বের হওয়া ভোটের প্রিন্টেড কপির অনুলিপি জোগাড় করে যোগফল ভুল হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপর এ আসনের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪২(১) অনুসারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ৩১ নম্বরের নির্বাচনী ফলাফল ঘোষণা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।