ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময় 

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

রফিকুল ইসলাম রুবেল (বরিশাল) :  ভোলা প্রেসক্লাবে পেশাদার গনমাধ্যম কর্মীদের সাথে বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

গতকাল  বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ভোলা প্রেসক্লাবের হলরুমে স্থানীয় পেশাদার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাংবাদিকদের সাথে নিয়ে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আমরা সবাই মিলে বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলাদেশ, বিভাজন মুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবো। এসময় তিনি বাংলাদেশ পুলিশ, সাংবাদিক, সুধীজন এবং জনগণ সবাই মিলে একসাথে করে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


বিজ্ঞাপন

দৈনিক আজকের ভোলা’র সম্পাদক মু.শ‌ওকাত হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার শফিক ইসলাম, ভোলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীন সাংবাদিক এম এ তাহের, ভোলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশীদ, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, দৈনিক ভোলার বানী’র সম্পাদক মাকসুদুর রহমান, দৈনিক ভোলা টাইমস এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ আলী জিন্নাহ রাজিব।

প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ইউনুছ শরীফ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্ত এর ভোলা প্রতিনিধি শাহাদাত শাহীন, সিনিয়র সাংবাদিক আল-আমিন শাহরিয়ার, দৈনিক নিউন্যাশন এর ভোলা প্রতিনিধি শহিদ তালুকদার, একাত্তর টিভির ভোলা প্রতিনিধি কামরুল ইসলাম, ভোরের কাগজ এর ভোলা প্রতিনিধি এইচ এম নাহিদ, ইনকিলাব পত্রিকার ভোলা প্রতিনিধি জহিরুল হক, দৈনিক জাস্ট নিউজ এর ভোলা প্রতিনিধি মনিরুল ইসলাম, বনিক বার্তার ভোলা প্রতিনিধি এইচ এম জাকির হোসেন, মোহনা টিভির ভোলা প্রতিনিধি জসিম রানা, এটিএন বাংলা এর ভোলা প্রতিনিধি সিদ্দিক উল্লাহ, এশিয়া টেলিভিশন এর ভোলা প্রতিনিধি বিল্লাল হোসেন, দেশ টিভির ভোলা প্রতিনিধি ছোটন সাহা, চ্যানেল ২৪ এর ভোলা প্রতিনিধি আদিল হোসেন তপু, যমুনা টিভির ভোলা প্রতিনিধি জুয়েল সাহা সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে আরো একটি মতবিনিময় সভা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *