মো:রফিকুল ইসলাম,(নড়াইল) : মো.মাসুম বিল্লাহ (৩৬) নামের এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়ে তার পরিবারের খাবারের ব্যবস্থা করেছেন,জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। রোববার (৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মো.মাসুম বিল্লাহ কমলাপুর পূর্ব পাড়া গ্রামের ইশরাত মোল্যার ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের একটি দল মাদক বিরোধী অভিযানে বের হন।
তাদের অভিযানে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের কমলাপুরে (পূর্ব পাড়া) বিকেলের দিক মাসুম বিল্লাহ নামের এক অভিযুক্তকে মাদক সেবনরত অবস্থায় আটক করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মাসুমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে দশদিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা জরিমানার আদেশ দেন।
পরে পারিবারিক অবস্থা বিবেচনায় জেলা প্রশাসনের সহায়তায় ওই পরিবারের জন্য দশ দিনের প্রয়োজনীয় চাউল বরাদ্দের ব্যবস্থা করেন,ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতে বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন,অপরাধ বিবেচনায় অভিযুক্তকে সাজা দেয়া হয়েছে। কিন্তু সে তার পরিবারের একমাত্র উপর্জানক্ষম ব্যক্তি হওয়ায় পরিবার টির অস্বচ্ছলতা বিবেচনায় তাদের জন্য জেলা প্রশাসক স্যারের অনুমতিক্রমে চাউলের ব্যবস্থা করা হয়েছে।
এখানে অপরাধীর সাজার পাশাপাশি মানবিক দিক বিবেচনায় কাজটা করেছি। তবে জনকল্যাণে মাদকবিরোধী অভিযান সহ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।