কুষ্টিয়ার পোড়াদহে ট্রেনে বিজিবি’র অভিযান : ২১ বোতল এলএসডি মাদক ও ১৯টি কম্বল উদ্ধার 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (কুষ্টিয়া) : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলস্টেশনে বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করে ২১ বোতল ভারতীয় এলএসডি (লাইসারজিক এসিড ডাইইথাইল অ্যামাইড) মাদক এবং ১৯টি কম্বল জব্দ করেছে বিজিবি এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  আজ রবিবার  ৩ নভেম্বর,  বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, বেনাপোল হতে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়ংকর মাদক এলএসডির একটি বড় চালান বেনাপোল হতে ঢাকা যাচ্ছে।


বিজ্ঞাপন

এ প্রেক্ষিতে অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল কুষ্টিয়ার মিরপুর থানার অন্তর্গত পোড়াদহ রেলষ্টেশনে অবস্থান গ্রহণ করে।

আনুমানিক বিকেল ৪ টা ৩০ মিনিটের সময়  বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামলে বিজিবি টহলদল ট্রেনটিতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ এমএল পরিমাপের ২১ বোতল ভারতীয় এলএসডি মাদক এবং ১৯টি কম্বল উদ্ধার করে।

উদ্ধারকৃত মাদক ও কম্বলের আনুমানিক সিজারমুল্য প্রায় ১০,৯৩,১৪,০০০ (দশ কোটি তিরানব্বই লক্ষ চৌদ্দ হাজার) টাকা।উদ্ধারকৃত মাদক ও কম্বল বিধি মোতাবেক পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *