বিরাষ্ট্রায়ত্ব বন্ধ আলহাজ জুট মিল চালুর দাবিতে মানববন্ধন

Uncategorized অনিয়ম-দুর্নীতি আইন ও আদালত জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোস্তাফিজুর রহমান,(জামালপুর) :  বিরাষ্ট্রায়ত্ব বন্ধ পাটকল আলহাজ জুট মিল লি: চালুর দাবীতে মানববন্ধন করেছে কর্মহীন হয়ে পড়া বিক্ষুব্ধ শ্রমিকরা।রোববার দৃপুর ১২ টায় জামালপুরের সরিষাবাড়ী-তারাকান্দি সড়কের মুক্তিযোদ্ধা সংসদের সামনে ২ ঘণ্টাব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আলহাজ জুট মিল শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।


বিজ্ঞাপন

মানববন্ধনের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।


বিজ্ঞাপন

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া, আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ সর্দার, যুগ্ম সম্পাদক সেলিম ফকির, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, শ্রমিক নেতা হায়দর আলী, জাতীয়তাবাদী অটো বাইক শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আকরাম আলী, সাতপোয়া ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক বাদশা মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে সরকারী হস্তক্ষেপে মিল মালিক কর্তৃপক্ষকে জুট মিল চালুর দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচী গ্রহণ করার হুশিয়ারী দেন বক্তরা। এতে দলীয় নেতাকর্মী-সহ প্রায় সহস্রাধিক নারী-পুরুষ শ্রমিক অংশ নেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *