লোহাগড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে দেড় কেজি গাঁজাসহ কিশোর আটক

Uncategorized অনিয়ম-দুর্নীতি অন্যান্য অপরাধ আইন ও আদালত কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর জীবন-যাপন প্রশাসনিক সংবাদ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় দেড় কেজি গাঁজাসহ মো.আজিজুল শেখ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পাঁচুড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো.নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত কিশোর আজিজুল শেখ উপজেলার পাঁচুড়িয়া গ্রামের মৃত ফোরকান শেখের ছেলে।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধার দিকে গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একদল সদস্য লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। পরে আজিজুল শেখ নামে ওই কিশোরকে আটক করেন তারা। এরপর তার বসত বাড়ির ঘরে প্লাসিটকের ব্যাগে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় আরেক আসামি পাঁচুড়িয়া গ্রামের মৃত চান মিয়া শেখের ছেলে ইউসুফ শেখ (৪০) নামে এক ব্যক্তি পালিয়ে যায়।
লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান রাত ৯টার দিকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর বুধবার (২৫ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *