লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সদর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান শাহ্ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ পরিচালিত আল মানসুর এতিমখানা কমপ্লেক্সের আয়োজনে ইবনে মাসউদ (রাঃ) হিফজুল কোরআন মাদ্রাসায় হিফয সমাপনী ১৫ জন হাফেজকে সম্মাননা ক্রেস্ট ও পাগড়ি প্রদান করা হয়।
মঙ্গলবার, দুপুরে আল মানসুর এতিমখানা কমপ্লেক্সের আয়োজনে শাহ্ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার জামে মসজিদ প্রাঙ্গণে সমাপনী ছাত্রদের ক্রেস্ট ও পাগড়ি পড়িয়ে বরণ করা হয়।
এর আগে হাফেজরা সুমধুর কন্ঠে কোরআন পাঠ করেন।শাহ্ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ এর সেক্রেটারি মাও আবদুল ওদুদ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ্ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ ও অরফান্স শেল্টার ফাউন্ডেশন ইউ’কে এর চেয়ারম্যান নাজমুস সা’দাত আহমেদ।
ইবনে মাসউদ রাঃ হিফজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ জহিরুল ইসলাম ও জামিরতলী আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক এ.এইচ.এম. হেলালুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান সেলিম উদ্দিন নিজামী,আল মানসুর এতিমখানা কমপ্লেক্সের সভাপতি হাফেজ মাওলানা মোঃ খালেদ সাইফুল্লাহ, জামিরতলী আলিম দারুস সুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আল কামাল। আল মানসুর এতিমখানা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, আল মানসুর এতিমখানা কমপ্লেক্সের শুভাকাঙ্ক্ষী হামজা আহমেদ ও জাওয়ারেদ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী,কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, হাফেজরা আলোর দিশারি আল্লাহ তাদের অন্তরকে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন, তাদের মধুর কন্ঠে কোরআনের আয়াত মুসল্লীদের মুগ্ধ করবে।তাদের দেখে সবাই কোরআন শিক্ষার উদ্ভুদ্ধ হবে।এই মাদ্রাসা আমরা আরও বড় করার চেষ্টা করব।এদের মাধ্যমে ইসলামকে আরও প্রচার করতে পারবে।