বরিশালের গৌরনদীর মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (বরিশাল)  :  বরিশালের গৌরনদী থানায় অন্তর্গত মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১৪ ই মার্চ শুক্রবার বাদ আসর রাজধানীর ধানমন্ডির ক্যাফে দরবার রেস্টুরেন্ট এর হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

অতিথি হিসেবে ছিলেন মাহিলাড়া ডিগ্রি কলেজ এর সাবেক ইংরেজি বিভাগের শিক্ষক, বর্তমান মিরপুর পল্লবী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোল্লা শহিদুল ইসলাম এবং মাহিলাড়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি বেলাল হোসেন।


বিজ্ঞাপন

ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহবায়ক, এইচএসসি ২০০৩ ব্যাচের সাবেক ছাত্র এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের সহকারী অধ্যাপক মো: মাজাহারুল আলম মাহী এবং সদস্য সচিব, এইচএসসি ২০০৪ ব্যাচের সাবেক ছাত্র এবং ঢাকা জজ কোর্ট এর সহকারী পাবলিক প্রসিকিউটর এড. মো: নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে অ্যালামনাইদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিলাড়া ডিগ্রি কলেজের এইচএসসি ২০০৬ ব্যাচের সাবেক ছাত্রী এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের উপ পরিচালক নুসরাত জাহান বন্যা, এইচএসসি ২০০১ ব্যাচের সাবেক ছাত্র রিয়াজুল ইসলাম রিয়াজ, এইচএসসি ২০০৭ ব্যাচের সাবেক ছাত্রী, ফারজানা আক্তার, ২০০৬ ব্যাচের সাবেক ছাত্র সালমান ওয়াহীদুল, এইচএসসি ২০০৮ ব্যাচের সাবেক ছাত্র, বাংলাদেশ পুলিশের এসআই আসাদ আলী, এইচএসসি ২০০৮ ব্যাচের সাবেক ছাত্র এবং জাতীয় গোয়েন্দা সংস্থায় কর্মকর্তা মো: সুমন, এইচএসসি ২০০৮ ব্যাচের সাবেক ছাত্র এবং ইউকে ওয়ে এডুকেশন কনসালটেন্ট এর ফাউন্ডার ও সিইও আরিফুল ইসলাম রুবেল, এইচএসসি ২০১০ ব্যাচের সাবেক ছাত্র, লেখক ও শিক্ষক তরিকুল ইসলাম সুমন, ডিগ্রি ২০১২ ব্যাচের সাবেক ছাত্র, কায়েস আহমেদ, এইচএসসি ২০১৩ ব্যাচের সাবেক ছাত্র সাহাদাত হোসেন, এইচএসসি ২০১৫ ব্যাচের সাবেক ছাত্র মো: সাইফুল ইসলাম ও মো: মিজানুর রহমান, এইচএসসি ২০১৭ ব্যাচের সাবেক ছাত্র আসলাম খান, এইচএসসি ২০১৮ ব্যাচের সাবেক ছাত্র ফখরুল আবেদীন তানভীর, এইচএসসি ২০১৯ ব্যাচের সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার জাহিদ হাসান ও তাসফিয়া তন্দ্রা, রাকিব হোসেন লিখন, সোয়েব হোসেন, কাজী রবিউল ইসলাম, মিরাজ, বাপ্পী, সাইফুল সাগর, রাজীব সহ সংগঠনের আরো অনেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্যে মাহিলাড়া ডিগ্রি কলেজ এর সাবেক ইংরেজি বিভাগের শিক্ষক মোল্লা শহিদুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এলাকার সামাজিক প্রতিষ্ঠান হলেও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের সাথে এলাকাযর উন্নয়ন জড়িত। তাই মাহিলাড়া ডিগ্রি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একজন কর্মী বা একজন অ্যালামনাই হিসেবে দেশের মানবিক, সামাজিক এবং কলেজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মাহিলাড়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বেলাল হোসেন বলেন, গত ১৫ বছর যে জায়গাগুলি আমাদের মধ্যে তৈরি হয়েছে তাতে আমরা ভালো জায়গায় নেই। আমরা হেরে যেতে চাই না। আমরা যেন তোমাদের সহযোগিতা পাই, পাশাপাশি তোমাদের যে কোন সংযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

অনুষ্ঠানে এইচএসসি ২০০৬ ব্যাচের সাবেক ছাত্রী এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের উপ পরিচালক নুসরাত জাহান বন্যা বলেন, এত বছর পরে কলেজের একটি অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লেগেছে। আমাদের বড় ধরনের একটি পুনর্মিলনী হওয়া উচিত। যাতে একসাথে অনেক বন্ধুদের সাথে দেখা করা যায়।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক, এইচএসসি ২০০৩ ব্যাচের সাবেক ছাত্র এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের সহকারী অধ্যাপক মো: মাজাহারুল আলম মাহী বলেন, মাহিলাড়া কলেজকে সমৃদ্ধ করতে পারলে আমাদের সকলের ব্যক্তিগত এবং সামষ্টিক উন্নতি আসবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এইচএসসি ২০০৫ ব্যাচের সাবেক ছাত্র, সাংবাদিক মোঃ কাইয়ুম হোসেন। এছাড়াও সহযোগিতা করেছেন মাহিলাড়া ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক, আশরাফুন নেছা তাওহিদা, এইচএসসি ব্যাচ ১৯৯২ এর সাবেক ছাত্র, সৌদি প্রবাসী নজরুল ইসলাম বুলবুল, এইচএসসি ব্যাচ ২০০৪ এর সাবেক ছাত্র হংকং প্রবাসী মো: নুরুক হক জিম্মি প্রমুখ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এইচএসসি ২০০৮ ব্যাচের সাবেক ছাত্র, মাহিলাড়া কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা, সৌদি আরব প্রবাসী ফয়সাল বিন ফরিদ। সংগঠনের প্রতিষ্ঠাতা এইচএসসি ২০০৮ ব্যাচ এর সাবেক ছাত্র ফয়সাল বিন ফরিদ এক ভিডিও বার্তায় অনুষ্ঠানে আগত সকল অতিথি এবং এলামনাইদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানকে সফল করার জন্য যারা পরিশ্রম করেছেন বিশেষ করে মো: সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাহিদ হাসান, তাসফিয়া তন্দ্রা আসলাম খান, সাহাদাত হোসেন ও কাইয়ুম হোসেনকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় তিনি বলেন, মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আমরা অনেক দূরে এগিয়ে নিতে চাই। সাবেক ছাত্রছাত্রীদের মিলন মেলার সহ কলেজের সার্বিক উন্নয়নে আমরা যেন ভূমিকা রাখতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন করছি। যে সমস্ত অতিথিরা অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে অলংকৃত করেছেন তাদেরকেও বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি সকলের উদ্দেশ্যে রিপুর তাড়না থেকে বের হয়ে সংগঠনকে একটি পরিশুদ্ধ ও মানবিক সংগঠন হিসাবে দাঁড় করানোর জন্য সহযোগিতা কামনা করেছেন।
সবশেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করেন মাহিলাড়া ডিগ্রী কলেজের সাবেক ইংরেজি বিভাগের শিক্ষক মোল্লা শহীদুল ইসলাম।

উল্লেখ্য মাহিলাড়া ডিগ্রি কলেজ দক্ষিণ বঙ্গের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এই কলেজে এইচএসসি, ডিগ্রি ও অনার্স কোর্স চালু রয়েছে। ফলাফল ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এই কলেজের ভূমিকা রেখে আসছে।

এই কলেজ থেকে অনেক গুণী ও মেধাবী শিক্ষার্থী পড়ালেখা করে দেশ বিদেশে সুনামের সাথে কাজ করছেন। কলেজের সুনাম ও অন্যান্য দিক দিয়ে পরিপূর্ণ থাকলেও কলেজে অ্যালামনাই অ্যাসোসয়েশন ছিল না।

গত ১৭ জুন ২০২৪ ইং তারিখে ফয়সাল বিন ফরিদ, (এইচএসসি ব্যাচ ২০০৮, মদিনা, সৌদি আরব প্রবাসী, ফোনে সমির কর্মকার এইচএসসি ব্যাচ ২০১১, ব্যাংক কর্মকর্তা) এর সাথে মাহিলাড়া কলেজের বিভিন্ন বিষয় আলোচনার সময় মাহিলাড়া কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশন করার আগ্রহ প্রকাশ করেন।

সমীর কর্মকার ফয়সাল বিন ফরিদের আগ্রহের সাথে একমত ও সম্মতি প্রকাশ করেন। এরই ফলশ্রুতিতে ফয়সাল বিন ফরিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রস্তাবিত গ্রুপ খোলেন।

তাদের উদ্যোগের ধারাবাহিকতায় পরবর্তীতে সাবেক শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণে ৮ আগস্ট ২০২৪ ইং তারিখ মাহিলাড়া কলেজে এইচএসসি নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

প্রথম কমিটির আহ্বায়ক ফয়সাল বিন ফরিদ, সদস্য সচিব বায়জিদ আহমেদ। সংবিধান রচয়িতা মোহাম্মদ জামিল শুভ, (এইচএসসি ২০১২ ব্যাচ, পিএইচডি ক্যান্ডিডেট, ইউনিভার্সিটি ফ্রাঙ্কফুর্ট, জার্মানি) ওয়েবসাইট ডিজাইন, তরিকুল ইসলাম সুমন, (লেখক ও কবি, এইচএসসি ২০১০) ।

গত ৩০-১০-২০২৪ ইং তারিখে মাহিলাড়া কলেজের অধ্যক্ষ মহোদয় মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুমোদন দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *