নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস সংক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনা করে রাজধানীর বাজারগুলোকে একমুখী করা শুরু করেছে সেনাবাহিনী। এদিকে রাজপথ ও অলিগলিতে অন্যান্য দিনের মতো ছিল সেনা টহল।
রাজধানীর বেশির ভাগ বাজারের মতো দয়াগঞ্জ বাজারের দিকে তাকালেও বোঝা যাবে না করোনার মহামারী থেকে বাঁচতে লক ডাউন চলছে। এ চিত্র পাল্টাতে বাজারটিকে একমুখী করে সেনাবাহিনী। যদিও তা মানাতে হিমশিম খেতে হয়েছে সেনা সদস্যদের।
উদ্যোগটি যেন চলমান থাকে তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে বাজার কমিটি দায়িত্ব বুঝিয়ে দেয় সেনাবাহিনী।
এদিকে ধুপখোলা মাঠেও সেখানকার বাজার সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। তাতে ক্রেতা বিক্রেতা সবাই খুশি।
সরার স্বার্থে কষ্ট হলেও সবার স্বার্থে তাকে ভোগান্তি মনে না করার অনুরোধ জানিয়েছে মেজর নাহিদ।
এদিকে মোহাম্মদপুরে সেনা টহল টহল দলের অধিনায়ক মনে করেন, ঘরের বাইরে বেরুলে প্রায় সবাই মাস্ক পরেন এটি সাধারণ মানুষের সচেতনতারই নিদর্শন।
৮ই মার্চ প্রথম সংক্রমণের পর থেকে প্রতিদিনই বাড়তে বাড়তে রাজধানীতে সংক্রমিত এলাকার সংখ্যা একশো ছুঁই ছুঁই।