একসঙ্গে সব এলাকা লকডাউনে আনা সম্ভব নয়

রাজধানী

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রুখতে এলাকাভিত্তিক সংক্রমণের হার বিবেচনায় কোনো অঞ্চলে কতটুকু লকডাউন হবে তা চিহ্নিত করার কাজ এখনো শেষ হয়নি। কবে শেষ হবে তা এখনো নিশ্চিত নয় স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত টেকনিকাল টিম। অন্যদিকে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, একসঙ্গে সব এলাকা লকডাউনে আনা সম্ভব নয়।
করোনা সংক্রমণ রুখতে জোন ভিত্তিক লকডাউনের জন্য এরই মধ্যে দুই সিটি কর্পোরেশনের ৪৫টি স্থান নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই এলাকাগুলোর লকডাউনের সীমানা নির্ধারণ সম্ভব হয়নি। এমন অবস্থায় ৪৫ এলাকায় বাসিন্দারা রয়েছেন উৎকণ্ঠায়।
লকডাউনের স্থান নির্ধারণ নিয়ে কাজ করেন এটুআই এর প্রধান উপদেষ্টাও জানালেন সর্বশেষ পরিস্থিতি।
এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী বলেন, ‘লকডাউনের স্থান নির্ধারণ নিয়ে কাজ করছে বিভিন্ন টিম। আশা করি খুব শীঘ্রই জানা যাবে।’
আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘এইটা নিয়ে এখনও কাজ চলছে। এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি।’
এদিকে রাজধানীর রাজাবাজার পরিদর্শনে আসেন স্থানীয় সরকার মন্ত্রী এবং উত্তর সিটি কর্পোরেশন মেয়র। স্বাস্থ্য অধিদপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনা হাতে পেলেই লকডাউন বাস্তবায়ন করা হবে জানান মেয়র।
এলাকাভিত্তিক লকডাউনের অংশ হিসেবে পরীক্ষামূলক ভাবে গত ৯ জুন রাজধানীর পূর্ব রাজাবাজারকে লকডাউন করে সরকার।


বিজ্ঞাপন