নেত্রকোণা জেলা কার্যালয়ের তদারকি অভিযান

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি: বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা এবং নেত্রকোণা জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয় কর্তৃক নিয়মিত বাজার অভিযানে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার দূর্গাপুর বাজার ও মেছুয়া বাজারে পরিচালিত অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১০৭০০০ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। বেকারিতে অনুমোদনবিহীন রং ও ফ্লেভার ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মেয়াদবিহীন পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য অভিযুক্ত এসকল প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। অভিযানে সহকারী পরিচালক এর সঙ্গে ছিলেন নেত্রকোণা জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক এবং দূর্গাপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জেলা প্রশাসন নেত্রকোণা এবং উপজেলা প্রশাসন দূর্গাপুর। জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


বিজ্ঞাপন