নিজস্ব প্রতিনিধি : সোমবার অনুমান সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সিটি এন্ড সিসি) মোঃ মুনাদির ইসলাম চৌধুরী, সহকারি পুলিশ কমিশনার (ডিবি) আহমেদ পেয়ার এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ শামীম উদ্দিন সঙ্গীয় এসআই(নিঃ)/ সৌমেন দাস, এএসআই/ ইমদাদুল হক, এটিএসআই/৬৫২ জাকির হোসেন, কনস্টেবল/১৪০৫ আব্দুল্লাহ আল-মামুন, কনস্টেবল/৯০৩ নজরুল ইসলাম, কনস্টেবল/৮২৪ আবু সুফিয়ান, কনস্টেবল/১১৯৬ সোহেল রানা-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন, ধোপদীঘিরপাড়স্থ, পৌর বিপনী কেন্দ্রের নিউ ফেন্সি গ্লাস হাউজ এর বিপরীত পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ভারতীয় তীর শিলং নামীয় জুয়া খেলার নগদ ১১২৫/- টাকা সহ ০৪ (চার) জন জুয়াড়ীকে আটক করেন। প্রাথমিকভাবে আটক জুয়াড়ীদের নাম ১। মো. হারিছ উদ্দিন ডালিম (৫৭), পিতা- মৃত নইম উদ্দিন, সাং- ধলইপাড়া, খাদিম, থানা- শাহপরাণ(রহ.), জেলা- সিলেট, ২। হোসাইন আহমদ (৪০), পিতা- মৃত সামছ উদ্দিন, সাং- উত্তরন-৪৭, বারুতখানা, থানা- কোতয়ালী মডেল, জেলা- সিলেট, ৩। মো. আশরাফুল আজাদ (৩০), পিতা- মো. আলাউদ্দিন আহমেদ, সাং- উত্তরন-০৩, বারুতখানা, থানা- কোতয়ালী মডেল, জেলা- সিলেট, ৪। তানভীর আহমেদ সাব্বির (১৮), পিতা- আব্দুস সালাম, সাং- ভাটিপাড়া, থানা-দিরাই, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- বাসা নং-১১, হাজীপাড়া, সুবিদবাজার, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট মর্মে জানা যায়। গ্রেফতারকালে উক্ত আসামীদের হেফাজত হতে জুয়া খেলার নগদ- ১১২৫/- (এক হাজার একশত পচিশ) টাকা ও জুয়া খেলার জন্য ব্যবহৃত কাগজ (প্যাড) পেয়ে জব্দ করা হয়। এছাড়া সিডিএমএস পর্যালোচনা করে ১নং আসামী মো. হারিছ উদ্দিন ডালিম (৫৭), কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৪৮/৬২৯, তারিখ- ২০ নভে, ২০১৯; সময়- ১৯.৩০ ঘটিকা ধারা- ৩/৪ ১৮৬৭ সালের জুয়া আইন; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত এবং ২ নং আসামী হোসাইন আহমদ (৪০) গোলাপগঞ্জ থানার এফ আই আর নং-০৪, তারিখ- ০৩ অক্টে, ২০১৫; সময়- ধারা- ১৯(১) এর ৩(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।
উক্ত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।