চোরাইকৃত গরুসহ দুইজন গ্রেফতার এবং সিএনজি অটোরিক্সা উদ্ধার

সিলেট

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার অনুমান ০১:০০ ঘটিকা হইতে ভোর অনুমান ০৫:০০ ঘটিকার মধ্যে যে কোন সময় আসামী ১। কবির আহমদ প্রকাশ কবির বাবুর্চি (৩০) পিতা-ওয়াহাব উল্লা, মাতা-লিলু বেগম, সাং-বাদে হস্তিপুর (বাদে হস্তিদুর), পোঃ কালিবাজার, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, ২। সুহেল আহমদ (২৫) পিতা-আলমাছ আহমদ, মাতা-সোনারু বেগম, সাং-বাদাঘাট সতের, থানা-জালালাবাদ, জেলা-সিলেট এবং পলাতক আসামী ৩। আবির হোসেন (৪০) পিতা-মৃত হেকিম মুন্সি, সাং- বাউর কাপন (বাহুর কাপন), থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ ও অজ্ঞাতনামা ১ জন আসামী সহ দক্ষিণ সুরমা থানাধীন বাহাপুর সাকিনের আব্দুর রাজ্জাক (৩০) এর গোয়াল ঘরের দরজার তালার কড়া ভাঙ্গিয়া দরজা খুলিয়া ২টি গরু চুরি করে। পরবর্তীতে দক্ষিণ সুরমা থানাধীন বাহাপুর গ্রামস্থ ফাঁসের গাছ নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে আনছার আলীর খালি জমির উপর থেকে এলাকার স্থানীয় লোকজনদের সহায়তায় আসামী কবির আহমদ প্রকাশ কবির বাবুর্চি (৩০) ও সুহেল আহমদ (২৫) দ্বয়কে চোরাইকৃত গরু ও সিএনজি সহ আটক করা হয়। সংবাদ পাইয়া দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হইয়া সাক্ষীদের সম্মুখে ০২টি গরু, একটি গ্রিল কাটার যন্ত্র এবং একটি অটোরিক্সা সিএনজি গাড়ী (যাহার রেজিঃ নং- সিলেট-থ-১২-৩৭৯৬) জব্দ করেন। বাদীর অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৬, তাং-১৮/১২/২০২০খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
আসামী কবির আহমদ প্রকাশ কবির বাবুর্চি (৩০) এর বিরুদ্ধে ১। সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০১, তাং-০৪/০৩/২০১৯খ্রি:, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড, ২। সিলেট জেলার বিশ্বনাথ থানার মামলা নং-০৫, তারিখ-১৪/০১/২০১৬খ্রি:, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড, ৩। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মামলা নং-১২, তারিখ-১৭/০৫/২০১৩খ্রি:, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, ৪। এসএমপি এয়ারপোর্ট থানার মামলা নং-০৯, তারিখ-১৮/০৪/২০১২খ্রি:, ধারা-৪৫৭/৩৮০/৪২৯/৩৪ পেনাল কোড রয়েছে।


বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন আখতার হোসেন, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।


বিজ্ঞাপন