নিজস্ব প্রতিবেদক : শত কোটি টাকার মালিক স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আবদুল মালেকের স্ত্রী নারগিস বেগমকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে দুদক কার্যালয়ে হাজির হলে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।
অভিযোগে বলা হয়, নারগিস বেগম মালেকের প্রথম স্ত্রী। দক্ষিণ কামারপাড়া রমজান মার্কেটের উত্তর পাশে ছয় কাঠা জমির ওপর সাততলা দুটি আবাসিক ভবনের মালিক এই গৃহিনী। এছাড়া আরও ১০-১২ কাঠার প্লট রয়েছে তার নামে। এছাড়া হাতিরপুল এলাকায় সাড়ে চার কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন এবং দক্ষিণ কামারপাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম আছে। এছাড়াও বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত আছে বলেও জানা যায়।