নিজস্ব প্রতিনিধি : ২২/১২/২০২০খ্রিঃ রাত অনুমান ০৯:১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার বি,এম, আশরাফ উল্যাহ তাহের এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক শিবেন বিশ্বাস, এসআই(নিঃ)/ উত্তম রায় চৌধুরী, এটিএসআই/৩৭৩ আমির হোসেন, কনস্টেবল/১৮৩৭ রিপন দেব, কনস্টেবল/৫৭০ ইসমাঈল হোসেন, কনস্টেবল/৯৭৭ শাহিন মজুমদার-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন কুশিয়ারা ফেরিঘাট সংলগ্ন জনৈক লিটনের চা দোকানের পিছনে অভিযান পরিচালনা করে ১। মোঃ কামাল হোসেন (৫০), পিতা- মৃত সাইমুল্লাহ, মাতা- মৃত খসিরা বেগম, সাং- বরইকান্দি, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ২। নুরুল ইসলাম লাকী (৩৪), পিতা- মৃত মাসুক মিয়া, মাতা- মৃত নেহারা বেগম, সাং- কুচাই পূর্ব পাড়া, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট নামীয় দুই জুয়ারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে আরো ৭/৮ জন জুয়ারী রাতের আধারে কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেফতারকালে জুয়ার বোর্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা জুয়া খেলার বিভিন্ন সামগ্রীর সাথে জুয়া খেলায় ব্যবহৃত দুই বান্ডিল প্লেইং কার্ড (তাস) ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন নোটের নগদ ১০,০৮০/- (দশ হাজার আশি) টাকা পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত জুয়ারীরা দীর্ঘদিন যাবত উক্ত স্থানে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়ার বোর্ড পরিচালনা করে আসছিল। উক্ত জুয়ারীদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।