বাংলাদেশে পুলিশকে সঙ্গে নিয়ে কেনাকাটা!

জাতীয় জীবন-যাপন

নিজস্ব প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড পুলিশ ব্যুরো বাংলাদেশ পুলিশের সাথে এক অংশীদারিত্বমূলক কর্মসূচির অধীনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে কমিউনিটির সাথে যোগাযোগ বাড়ানো ও সম্পৃক্ত হওয়ার কৌশল শেখাচ্ছে। এসময় পোর্টল্যান্ডে তারা কীভাবে সাফল্য পেয়েছে সে সব বিষয় বাংলাদেশের পুলিশ বিভাগের সদস্যদের জানাচ্ছে। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সফল কার্যক্রম “শপ উইথ কপ” চট্টগ্রামে বাস্তবায়ন করা হয়েছে। এই কর্মসূচির অধীনে এলাকাবাসীকে সম্পৃক্ত করার অংশ হিসেবে শিশুরা পুলিশ কর্মকর্তাদেরকে সঙ্গে নিয়ে কেনাকাটা করেছে। এই কার্যক্রম পুলিশ কর্মকর্তাদের কমিউনিটির সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে এবং পুলিশ কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলার মধ্য দিয়ে পুলিশ বিভাগের প্রতি কমিউনিটির শিশুদের ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অংশীদারিত্ব জোরদার হওয়া অব্যাহত রয়েছে!


বিজ্ঞাপন