নিজস্ব প্রতিবেদক : স্বামীর বন্ধু পরিচয় দিয়ে মোবাইলে কথা বলে হিলভিউ তিন নম্বর রোড বি-ব্লকে জনৈকা লাকি আক্তারের বাসায় এসে মোসারিকুল হাসান প্রকাশ রিফাত (২০) পিতা মোঃ ইদ্রিস সং হ্নীলা থানা টেকনাফ জেলা কক্সবাজার গত ০৮/০১/২০২১ ইং সকাল ১০:০০ ঘটিকার সময় চা নাস্তা করে লাকি আক্তারের ৪ বছরের শিশু পুত্রকে চিপ্স চকলেট কিনে দেয়ার নাম করে অপহরণ করে কক্সবাজারের হ্নীলায় নিয়ে যায়। সেখানে একটি নির্জন ঘরে উক্ত শিশুকে আটক রেখে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে অপহৃত পুত্রকে ফিরিয়ে দেয়ার জন্য লাকি আক্তার এর নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে রিফাত। নিরুপায় হয়ে লাকি আক্তার পাঁচলাইশ মডেল থানায় গত ০৯/০১/২০২১ ইং এজাহার দায়ের করলে মামলা রুজু ক্রমে পাঁচলাইশ মডেল থানার এসআই ইমাম হোসেন এর নেতৃত্বে এ এস আই কামরুল আরেফিন , এএসআই মিহির ভৌমিক সহ একটি চৌকস টিম দ্রুত টেকনাফ থানায় প্রেরণ করা হয়। উক্ত টিম তথ্যপ্রযুক্তির ব্যবহার করে স্থানীয় পুলিশ এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় অদ্য ১০ জানুয়ারি, ২০২১ ভোরে টেকনাফ থানাধীন হ্নীলা এলাকার নির্জন পাহাড়ি এলাকা থেকে অপহৃত শিশু কে উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনায় জড়িত মূল অপহরণকারী রিফাতকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। অপহৃত শিশুটিকে অদ্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার জবানবন্দি নেওয়া হয়। বিজ্ঞ আদালত শিশুটিকে তার মায়ের জিম্মায় প্রদান করেন। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। দ্রুততম সময়ে অপহৃত শিশু কে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হওয়ায় উক্ত শিশুটির পরিবারের সদস্যরা পুলিশকে ধন্যবাদ জানান।