ছিনতাইকৃত নগদ টাকা ও মোবাইল সেটসহ গ্রেফতার ৪

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : জনৈক নুরজাহান (২৫) এর স্বামী মোঃ লাল একজন কাভার্ড ভ্যান চালক। জনৈক নুরজাহান(২৫) সেহেরী খাওয়া শেষে তার স্বামী কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে বিদায় দেয়ার জন্য তারা স্বামী-স্ত্রী পায়ে হেঁটে গত ১৯/০৪/২০২১ তারিখ রাত অনুমান ০৪.৩০ ঘটিকায় বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগরস্থ সাউদার্ন ইউনিভার্সিটির বিপরীত পার্শ্বে আসা মাত্রই ০৪ জন অজ্ঞাতনামা যুবক হঠাৎ তাদের সামনে আসে। অজ্ঞাতনামা ব্যাক্তিরা সাথে থাকা অস্ত্র, ধারালো চাপাতি ও ধারালো ছোরা দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে তাদের নিকট থাকা নগদ ১৩,১৫০/-টাকা ও ০১টি মোবাইল সেট নিয়ে যায়। এই সংক্রান্তে বাদী নুরজাহান (২৫) ইং ১৯/০৪/২০২১ইং তারিখ বায়েজিদ বোস্তামী থানায় অভিযোগ দায়ের করলে সূত্রে বর্ণিত মামলা রুজু হয়।


বিজ্ঞাপন

মামলা রুজু হওয়ার পর হতে ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিতাইকৃত টাকা উদ্ধারের জন্য ১৯/০৪/২০২১ইং বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব প্রিটন সরকারের দিকনিদের্শনায় তদন্তকারী অফিসার এসআই/ সুমন বড়ুয়া শাপলা, এএসআই/জালাল উদ্দিন সহ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত নগদ ৩,০০০/- টাকা ও ০১টি মোবাইল সেট সহ মোঃ আরিফ (২৪), মোঃ জসিম উদ্দিন (২০), মোঃ সাইফুল (২১) ও মোঃ মামুন হোসেন (৩০) কে গ্রেফতার করেন।


বিজ্ঞাপন