অভয়নগরে ইউপি মেম্বারের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ

অপরাধ

যশোর সংবাদদাতা : অভয়নগরে চলিশিয়া ইউপি মেম্বারের বিরুদ্ধে করোনাকালীন সরকার প্রদত্ত সহায়তার ৫০০ টাকা দেওয়া নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ, এ খবর সংশ্লিষ্ট ভুক্তভোগী মহলের একটি সুত্রের।


বিজ্ঞাপন

অভয়নগর উপজেলার ৩নং চলিশীয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার নিজামউদ্দিন সরদারের বিরুদ্ধে করোনাকালীন সরকারি সহায়তার ৫০০ টাকা প্রদানের ক্ষেত্রে নিজের আপন বড় ভাইয়ে ছেলেকে দেওয়ার অভিযোগ রয়েছে।


বিজ্ঞাপন

সরেজমিনে জানা যায় নিজাম সরদারের বড় ভাই কামরুল সরদারের ছেলে রেজোয়ান সরদারকে ৫০০ টাকার কার্ড দেওয়া হয়।

যদের নওয়াপাড়া বাজারে সরিষার আড়ৎ ও শ্যামলের ভাটায় তেলের মিল রয়েছে।

কিন্তু প্রকৃত হকদার জামাল, সুলতান,নার্গিস এদেরকে দেওয়া হয় নাই।

এলাকাবাসী মেম্বারের সমালোচনায় বলেন, মেম্বার তার পরিবার ও নিজের লোকদের সহায়তা করছেন প্রকৃত হকদারগন বঞ্চিত হচ্ছে। বিষয়টা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকায় সচেতন মহল ।