শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আলোচনা সভা

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম পিপিএম।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান ও জনাব শাহীন আহমেদ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, এশিয়ান কাবাডি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি ও ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।

উপস্থিত বক্তারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তথা ফুটবল ও বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি-কে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ক্ষেত্রে এবং জনপ্রিয় করার ক্ষেত্রে শহীদ শেখ কামালের অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

আলোচনা শেষে শেখ কামালের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।