মামুন মোল্লা, খুলনা : খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র লবণচরা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি বিশেষ টিম উক্ত থানাধীন জিন্নাহপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত শনিবার ৭ আগস্ট রাত্র অনুমান ৩ টার সময় লবণচরা থানাধীন জিন্নাহপাড়া ৮ম গলি থেকে ২ টি লাল কালির সাজা জিআর ওয়ারেন্ট ১) মহানগর দায়রা নং-৩৯৯/১৮, জিআর নং-১৬৯/১৭, লবণচরা ৯(১১)১৭, যাহাতে আসামীর ০৮ বছর সশ্রম কারাদন্ড, তৎসহ ১০,০০০/- টাকা জরিমানা, অনাদায়ে ০৫ মাসের বিনাশ্রম কারাদন্ড, ২) মহানগর দায়রা নং-১৫৩৫/১৮, জিআর নং-১০৬/১৮, লবণচরা ৫(৮)১৮, যাহাতে আসামীর ১০ বছর সশ্রম কারাদন্ড তৎসহ ১০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৫ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ০২ টি জিআর ওয়ারেন্ট যথাক্রমে ০১ টি লাল কালির ১) জিআর-৬৭/১৭,, খুলনা থানা-৩৩(২)১৭, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ও ০১টি কালো কালির ২) জিআর নং-২২৮/২০, খুলনা ০৮(৯)২০, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ ওবায়দুল খান @ ওবায়দুল খান (২৭), পিতা-মোঃ মোসলেম খান, মাতা-জমিলা খাতুন, স্থায়ী সাং-মাজার শরীফ, বোখারিয়াপাড়া, থানা-লবণচরা, জেলা-খুলনা, এ/পি-জিন্নাহপাড়া, বৌ-বাজার মহিদুল এর বাড়ীর ভাড়ায়িা, থানা-লবণচরা, জেলা-খুলনাকে গ্রেফতার করা হয়েছে।