নিজস্ব প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ই আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে শুধুমাত্র মুন্সীগঞ্জ ছাড়া দেশের ৬৩ জেলায় একই সময়ে সিরিজ বোমা হামলা চালায়।
দেশের সব জেলায় প্রায় ৫০০ পয়েন্টে বোমা হামলায় দু’জন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন।
১৭ আগস্ট দেশব্যাপী ঘৃনিত সিরিজ বোমা হামলার ১৬ বছর পূর্তিতে এর প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে মাগুরা জেলা আওয়ামী যুবলীগের কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালন।