স্বাস্থ্যের ডিজির প্রথম কর্মস্থল মহেশখালীর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : ১৭ সেপ্টেম্বর শুক্রবার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।


বিজ্ঞাপন

এসময় পরিদর্শনদলে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক ও লাইন ডাইরেক্টর ( সিডিসি), পরিচালক ও লাইন ডাইরেক্টর ( এমআইএস), চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), কক্সবাজার জেলার সিভিল সার্জন ও মহেশখালী উপজেলার ইউএইচএফপিও সহ অন্যান্য কর্মকর্তাগন।


বিজ্ঞাপন

আবহাওয়া প্রতিকূল হওয়ায় স্পিডবোটে করে রওয়ানা দেন তারা। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন।


বিজ্ঞাপন

হাসপাতালে আগত রোগী ও কর্তব্যরত চিকিৎসকদের সাথে তিনি কথা বলে রোগীদের চিকিৎসা কার্যক্রমের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এহেন দূর্গম অঞ্চলে সীমিত জনবল ও সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে সেবাদান কার্যক্রমকে তিনি সাধুবাদ জানান।

মহাপরিচালক তার বক্তব্যে উল্লেখ করেন, এই স্বাস্থ্য কমপ্লেক্স তাঁর প্রথম কর্মস্থল। এখানেই কাটিয়েছেন তিনি দীর্ঘ সময়।

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, একসময় এখানে রাতে হ্যারিকেনের আলোয় সেবাদান কার্য সম্পাদন করতে হত।

আজ সেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আছে, ফোর জি ইন্টারনেট সংযোগ আছে।

এত দূর্গম অঞ্চলেও প্রভূত উন্নতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

হাসপাতালের সেবাসমূহ আরও জনমূখী ও আধুনিক করার ব্যাপারে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা দেন মহাপরিচালক।