নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশন পেশাজীবী ইউনানী চিকিৎসকবৃন্দের সর্বপ্রাচীন সংগঠন। সংগঠনটি ১৯৪০ সালে হাকীম হাবিবুর রহমান খান কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ ব্যাপী সংগঠনটির কার্যক্রম ব্যাপৃত রয়েছে। প্রায় অধিকাংশ জেলায় সংগঠনটির পূর্ণাঙ্গ জেলা কমিটি রয়েছে। প্রতি তিন বছর অন্তর অন্তর জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।
সেই ধারাবাহিকতায় আজ ২ অক্টোবর শনিবার সকাল ৯টায় হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ বগুড়ায় বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন বগুড়া জেলা শাখার কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি ডক্টর হাকীম ইউছুফ হারুন ভূঁইয়া মহোদয়ের পরামর্শক্রমে সংগঠনের মহাসচিব অধ্যাপক হাকীম মাহবুবুর রহমান সাকী একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা’র সহকারী অধ্যাপক ডাক্তার হাকীম মোঃ আব্দুল গনি।
নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ বগুড়ার সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং তিব্বিয়া হাবিবিয়া কলেজ এর প্রভাষক হাকীম মোহাম্মদ রুহুল আমিন।
নির্বাচন কমিশন কর্তৃক মনোনীত পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বিইউএমএ এর নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন কবির।
এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে একটি তিন সদস্য বিশিষ্ট পর্যবেক্ষণ দল প্রেরিত হয়েছে।
পর্যবেক্ষণ দলটির প্রতিনিধিবৃন্দের মধ্যে রয়েছেন বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব হাকীম সৈয়দ মাহমুদুল হাসান মাসউদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাকীম আব্দুল্লাহ আল মামুন এবং কার্যনির্বাহী সদস্য হাকীম জাহিদুর রহমান জাহিদ।
আরো উপস্থিত থাকবেন নির্বাচনে অংশগ্রহণ কারি দুই প্যানেলের দুই জন করে মোট চারজন পোলিং এজেন্ট।
সুষ্ঠু নির্বাচনের নিমিত্তে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দও উপস্থিত থাকবেন।
আমরা আশা করছি, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।