নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ৪ নভেম্বর, পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য (জিরা, গরম মশলা, মুগ ডাল, মসুর ডাল, ধনিয়া ইত্যাদি) বিক্রি ও বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ বৃহস্পতিবার রাজধানীর রামপুরা এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার রামপুরা থানাস্থ বনশ্রী এলাকায় অবস্থিত মীনা বাজার, বাড়ি-সি/৪২, রোড-৪, ব্লক-সি, বনশ্রী, ঢাকা-১২১৯ -কে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) মোঃ শাহজাহান অংশগ্রহণ করেন।