নিজস্ব প্রতিবেদক : চলতি বছরে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়েছে। হিসাব বলছে, বছরের শুরু থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ৩২ হাজার ৩৪০ জন মানুষ এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে আট হাজার ৭০৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ৬১০ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪২৮ জন। এরমধ্যে ঢাকায় এক হাজার ২৭৫ এবং ঢাকার বাইরে এক হাজার ১৫৩ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে দুই হাজার ৩৪৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর ২৩ জন বলে জানালেও বিভিন্ন গণমাধ্যমে ৯০ এর বেশি মৃত্যুর খবর ইতোমধ্যে এসেছে।
মাঝে দুদিন হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমলেও রোববার থেকে আবার বাড়তির দিকে যায়।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে রাজধানীর ৩৮টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৩৮৯ জন ডেঙ্গু রোগী। আর ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৩১৮ জন।
পুরো জুলাই মাসে সারা দেশে ১৬ হাজার ২২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। আর অগাস্ট মাসের প্রথম ছয়দিনেই হাসপাতালে গেছেন ১৫ হাজার ৮৭৯ জন ডেঙ্গু রোগী।
ঢাকা বিভাগের জেলাগুলোতেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ২৯৯ জন।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৮৭ জন, খুলনা বিভাগে ১৮৬ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, বরিশাল বিভাগে ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ৯১ জন এবং সিলেট বিভাগে ৩৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে।