সুমন হোসেন ঃ শনিবার ৮ জানুয়ারী, ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সামনুর মোল্লা সোহান সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম সকাল ৭ টা ৪৫ মিনিটে যশোর মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে যশোর মনিরামপুর থানাধীন রাজারহাট টু মনিরামপুর গামী বাইপাস সড়কের মোলাম মিয়ার বটতলাস্থ জনৈক হাশেম আলী গাজী (৬০), পিতামৃত- সিফাতুল্লাহ গাজীর নির্মানাধীন দ্বিতীয় তলা বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে নিষিদ্ধ পলিথিন সহ ২ জন কে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত রা যথাক্রমে মোঃ ইসমাইল হোসেন (২৩), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং-পাড়দিয়া দফাদার পাড়া, এবং মোঃ রিয়াদ হোসেন (২০), পিতামৃত- নূর ইসলাম, সাং-শেখপাড়া খাঁনপুর, উভয় থানা-মনিরামপুর, জেলা-যশোর।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
গ্রেফতার কৃতদের কাছ থেকে ৪৯৫ (চারশত পঁচানব্বই) কেজি অবৈধ পলিথিন এবং ১ (এক) টি মিনি ট্রাক উদ্ধার হয় । উদ্ধারকৃত মালামালের মূল্য ৮,৬৩,৩৫০ টাকা।
উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ সামনুর মোল্লা সোহান বাদী হয়ে মনিরামপুর থানায় এজাহার দায়ের করেন।