নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি মি. শেলডন ইয়েট চট্টগ্রাম বিভাগ ও পার্বত্য চট্টগ্রামের ইউনিসেফ সমর্থিত কর্মসূচি পর্যবেক্ষণ করেন এবং সেখানকার প্রান্তিক শিশুদের চাহিদা পূরণের সুযোগ পরিদর্শন করেন।
৪ দিনের এই সফরের প্রথম ২ দিন মি. শেলডন ইয়েট চট্টগ্রামের ইউনিসেফ টিম এবং সরকারী কর্মকর্তাদের সাথে বৈঠক করেন, রাঙ্গামাটিতে স্বাস্থ্য এবং পুষ্টি খাতের কার্যক্রম পরিদর্শন করেন এবং স্কুলের শিক্ষকদের সাথে বৈঠক করেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
এ বিষয়ে ইউনিসেফ আশাবাদী যে, এই সফর থেকে নতুন অনেক সুযোগ ও সম্ভাবনা উঠে আসবে, যা পরবর্তীতে বাস্তবায়ন করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।