নিজস্ব প্রতিনিধি ঃ র্যাব-১৪ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৮৪ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের নাটালের মোড়ে অভিযান পরিচালনা করে ।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
উক্ত অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ মাজাহারুল ইসলাম বাবু(২৪), পিতা-মৃত বাবুল মিয়া, সাং-পশ্চিম কাটলী, থানা ও জেলা-নেত্রকোনাকে আটক করেন।
এসময় ধৃত আসামীর দখলে থাকা পিকআপটি তল্লাশী করে পিকআপের বডির আলাদা কাঠের পাটাতন তৈরি করে অভিনব কায়দায় ৮৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।