অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বঙ্গবন্ধুর কন্যা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমডাঙ্গা গ্রামে আশ্রয়ণ প্রকল্প-২ এর বাসিন্দাদের উদ্যোগে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকল্পের বাসিন্দা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামাল, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুুদ তাজ, উপজেলা ছাত্রলীগ নেতা মোসাদ্দেক হায়াত রুম্মান সহ আমডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের ২২টি ঘরের অধিবাসীগণ।
কেক কাটা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, আমডাঙ্গা বায়তুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আব্দুর রহমান।