নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের (৯৮ তম) জন্ম বার্ষিকী উপলক্ষে (২২ অক্টোবর) শনিবার দুপুরে নড়াইলের চিত্রা নদীতে এস এম সুলতান নৌকা বাইচে চিত্রা’র দুই পাড়ে লাখো মানুষের উপস্থিতিতে শেষ হলো ঐতিহ্যবাহী এস এম সুলতান নৌকা বাইচ।
চিত্রা’র দুই পাড়ে লাখো সুলতান প্রেমীদের কলকাকলিতে মূখরিত হয়ে ওঠে চিত্রা’র পাড়,চিত্রা নদীতে নৌকা বাইচ উপলক্ষে সর্বদা কাজ করছেন,বিভিন্ন আইনশৃঙ্খলা বাহীনি,স্বাস্থসেবী সংগঠন,এসময় চিত্রা নদীতে নিত্যের তালে তালে মেতে ওঠে নৃত্যশিল্পী’রা,মনের মাধুরীতে গেথে নেয় সুলতান প্রেমী’রা,টলারে বাজছে ডিজে গান,নৃত্যের তালে মেতেছে সুলতান প্রেমী’রা। শত শত সুলতান ভক্ত’রা চিত্রা নদীতে নৌকা,টলার,ইস্পিরিড বোর্ড,টিউবে বসে পানির কলকাকলিতে উপভোগ করছে প্রানের নৌকা বাইচ। শনিবার দুপুর ২টায় শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত পুরুষদের এবং মহিলাদের শেখ রাসেল সেতু থেকে বাধাঘাট পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ছোট-বড় ২২ টি নৌকা অংশগ্রহন করে। এসময় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন,খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,খুলনা রেঞ্জের ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নেতৃত্বে নৌকা প্রতিযোগিতার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। উদ্বোধনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন,
পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন,এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকুসহ প্রমূখ। এসময় নৌকা বাইচ প্রতিযোগিতায় মহিলা বিজয়ীদের এবং পুরুষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন,খুলনা বিভাগীয় কমিশনার,মোঃ জিল্লুর রহমান চৌধুরী,খুলনা রেঞ্জের ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার),জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন,এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু।
নৌকা বাইচ প্রতিযোগিতায় কালায় নৌকার
মা-সিতলা প্রথম স্থান অধীকার করে টিভিএস মোটরসাইকেল জয় লাভ করেন,দ্বতীয় মায়ের দোয়া ফ্রিজ জয় লাভ করেন,তৃতীয় স্থান অধীকার করে,এলইডি টিভি জয় লাভ করেন,সোনার তৈরী। টালাই নৌকার প্রথম স্থান অধীকার করেন,সোনার বাংলা,মোটরসাইকেল জয় লাভ করেন,দ্বতীয়,জয় মা দূর্গা,ফ্রিজ জয় লাভ করেন,তৃতীয় জয় মা কালী এলইডি টিভি জয় লাভ করেছেন এবং মহিলাদের সকল কেই পুরুষ্কার দেয়া হয়েছে। উল্লেখ্য,বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট জন্ম গ্রহন করেন,নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান। এই বরেণ্যশিল্পী অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন এসএম সুলতান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *