মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে প্রাইভেটকার নিয়ে ছাগল চুরি করতে গিয়ে ২ ছাগল চোর স্থানীয়দের হাতে আটক।
নড়াইলের লোহাগড়ায় প্রাইভেট কারে করে ছাগল চুরি করে পালানোর সময় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার (৪ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার মাকড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃত’রা হলেন,গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার মিজানুর ভূঁইয়ার ছেলে মেহেদী ভুইঁয়া (২৫) এবং লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামের সলেমান শেখের ছেলে হেলাল শেখ (২৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সকালে উপজেলার মাকড়াইল মোল্লা পাড়ায় মিলন নামে এক ব্যক্তির ছাগল নিয়ে প্রাইভেট কারে করে পালাচ্ছিলেন ২-৩ জন। এসময় স্থানীয়’রা দেখতে পেয়ে প্রাইভেট কারটি আটকাতে গেলে চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে,পরে তাদের তাড়া করে মানিকগঞ্জ বাজার এলাকায় গাড়ি থামাতে সক্ষম হয় স্থানীয়রা। ঘটনা বেগতিক দেখে গাড়ি রেখে চালক আলামিন পালিয়ে যান। এসময় উপস্থিত জনতা ও ছাগলের মালিক মিলন দুইজনকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির ছাগলসহ দুইজনকে আটক করে এবং প্রাইভেট কারটি জব্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন,প্রাইভেট কারে করে ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয়’রা দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। চুরি হওয়া ছাগল ও চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে থানায় আনা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।