যশোর প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলার সহ-সভাপতি মোঃ আমির আলী শেখ যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকায় কর্মরত আছেন, তিনি তথ্য সংগ্রহ কালে, গতকাল রোববার রাত ৮.৩০ মিনিটে বাঘারপাড়ার চাড়াভিটা বাজারে চেয়ারম্যানের রাইস মিলের সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।
তিনি বর্তমানে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন, সে বুকে ও পিঠে আঘাত প্রাপ্ত হয়েছেন। একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মো: সুমন সরদার, খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যশোর জেলা কমিটির সভাপতি মোঃ নাসিম রেজা ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এক যৌথ বিবৃতিতে জানান, অবিলম্বে সাংবাদিক আমির আলী শেখের উপর সন্ত্রাসী হামলা কারীদের আইনের আওতায় আনা হোক এবং বাঘারপাড়া থানার ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করতে অনুরোধ করছি।
