যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার ২৮ এপ্রিল, সকাল ১০ টায় যশোর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২য় তলায় জেলা লিগ্যাল এইড এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের দিবসের স্লোগান হলো “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইন সেবার দ্বার উন্মোচন।”

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম।

পুলিশ সুপার বলেন, লিগ্যাল এইড প্রতিষ্ঠিতর পর থেকেই প্রতিষ্ঠানটি নিরলস ভাবে সেবা প্রদান করে যাচ্ছে। তিনি বলেন, বিচার প্রত্যাশী মানুষ থানা বা কোর্টের শরণাপন্ন হয়। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আইনি সেবা সমাজের সকল শ্রেণীর-প্রেশার মানুষের জন্য নিশ্চিত করা।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই পুলিশি সেবা জনগণের একেবারে দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং সেবা চালু করেছে।

যার মাধ্যমে পুলিশ জনগণের দোরগোড়ায় পৌঁছে সেবা প্রদান করছে। পরিশেষে তিনি বলেন, বিচার বিভাগ ও আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে একটা সুসম্পর্ক বিদ্যমান রয়েছে যার ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ নাজমুল আলম, চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি ও সিনিয়র জেলা ও দায়রা জজ, যশোর মহোদয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ, বিচারকগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, সেবাগ্ৰহীতাবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *