মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ‘মাদকাসক্ত মুক্ত বাংলাদেশ’ গড়ার দৃঢ় প্রত্যয়ে সংঘবদ্ধ মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় অধিদপ্তরের ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর উপ-পরিচালক মোঃ মাসুদ হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় মতিঝিল সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার ১ জুন, রাত ২ টা.৩০ মিনিটের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন দক্ষিণ সায়েদাবাদ জনপথের মোড়ের সেবা গ্রীনলাইন বাস কাউন্টারের সামনে মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) ঢাকা মহানগরীতে সাম্প্রতিককালে উদ্ধারকৃত গাঁজার উৎস অনুসন্ধানে তৎপর হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কেন্দ্রীক একটি গাঁজা পাচার চক্রের সন্ধান পায় এবং গোপন সংবাদদাতাদের নিয়োগ করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে প্রাইভেট কারে করে যাত্রাবাড়ি এলাকায় পৌঁছালে অভিযান পরিচালনা করা হয়।
মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায় ব্যবহৃত টয়োটা প্রবোক্স প্রাইভেট কারসহ ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে ২ (দুই) জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের নাম ও ঠিকানা যথাক্রমে, মো: লাভলু আকন্দ (২৭), পিতা- মোঃ জুয়েল আকন্দ, পেশাঃ গাড়িচালক, ঠিকানা- শুক্র হাওলাদার কান্দি, কাঠালবাড়ি, শিবচর, মাদারীপুর এবং মো: মোশারফ মাতুব্বর (৪১), পিতা- কুদ্দুস মাতুব্বর, ঠিকানা- গোপীনাথপুর, হামিদদী, ভাঙ্গা, ফরিদপুর।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফরিদপুর-কেন্দ্রিক মাদক পাচার চক্রের হোতা জনৈক জিয়াদ খরাদী ও কুমিল্লা-কেন্দ্রিক মাদক পাচার চক্রের জনৈক মোঃ খায়েরের যোগসাজসে গ্রেপ্তারকৃত আসামীগণ কুমিল্লা থেকে ফরিদপুরে গাঁজার চালান নিয়ে যাচ্ছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।