ভারত আর্মির বর্ষসেরা ক্রিকেটার হলেন সাকিব

আন্তর্জাতিক এইমাত্র ক্রিকেট খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখায় ক্রিকেট থেকে ১ বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাকিব আল হাসান। তাই এই মূহুর্তে ক্রিকেটের ৩ ফরম্যাট থেকেই বাদ করা হয়েছে সাকিবকে। এতকিছুর মাঝেও সাকিব ভক্তদের জন্য আছে সুসংবাদ। গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোয় ভারত আর্মির বর্ষসেরা পুরস্কার জিতলেন সাকিব।


বিজ্ঞাপন

সমর্থকদের ভোটে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে আসছে ভারত আর্মি। তাদের বর্ষসেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার ক্যাটাগরিতে এবার সেরা হয়েছেন টাইগার তারকা সাকিব। বাংলাদেশি অলরাউন্ডারের সঙ্গে এই পুরস্কারের লড়াইয়ে ছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনও। তবে ভোটের এ লড়াইয়ে সাকিবের কাছে পাত্তাই পাননি বাকি তিনজন।


বিজ্ঞাপন

সর্বোচ্চ ৮১ শতাংশ ভোট পেয়ে ভারত আর্মির আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন সাকিব। দুই নম্বরে থাকা বেন স্টোকস পেয়েছেন মাত্র ৮ শতাংশ ভোট! আর কেন উইলিয়ামসন পেয়েছেন ৬ শতাংশ এবং ৫ শতাংশ ভোট পেয়েছেন অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। মূলত গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোরই যোগ্য স্বীকৃতি পেলেন সাকিব। ইংল্যান্ডে অনুষ্ঠিত এ বিশ্বকাপে মাত্র ৮ ম্যাচ খেলে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে ১১ উইকেট তুলে নিয়েছিলেন বিশ্বসেরা এ ক্রিকেটার। ওই পারফরম্যান্সই সাকিবকে সাহায্য করেছে সেরা হতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *