সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

জাতীয় জীবন-যাপন

নিজস্ব প্রতিবেদক : দেশের সর্বনিম্ন তাপমাত্রা ফরিদপুরে রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে বেশি ভোগান্তির শিকার হচ্ছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শনিবার সকাল ৬টায় ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.১ ডিগ্রি সেলসিয়াস।


বিজ্ঞাপন

অন্যদিকে দেশের উত্তর/উত্তর-পশ্চিমাঞ্চলের পাশাপাশি তীব্র শীত মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল, এমনকি দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন

ফরিদপুরের পার্শ্ববর্তী মাদারীপুরে ১০ দশমিক ৪ ডিগ্রি, গোপালগঞ্জে ১০ দশমিক ৫ ডিগ্রি, ঢাকায় ১২ দশমিক ২ ডিগ্রি, টাঙ্গাইলে ১১ দশমিক ৬ ডিগ্রি, কিশোরগঞ্জের নিকলিতে ১৩ ডিগ্রি, ময়মনসিংহে ১২ দশমিক ৫ ডিগ্রি, নেত্রকোনায় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিন দিনে দেশে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ দিন আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *