গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ২০ জন প্রার্থী’র মনোনয় পত্র দাখিল

Uncategorized খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

গোপালগঞ্জ প্রতিনিধি :   গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।


বিজ্ঞাপন

গতকাল  সোমবার (১৫ এপ্রিল) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে উপজেলা চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, জেলা  আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা দিপু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কামরুজ্জামান ভূইয়া লুটুল, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ মোঃ রফিকুল ইসলাম মিটু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিতিশ রায়,  আওয়ামী লীগ নেতা বি এম লিয়াকত আলী, সাবেক ছাত্রলীগ নেতা শেখ ইব্রাহিম খলিল, কমলেশ বিশ্বাস ও রমেন্দ্র নাথ সরকার।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন সাদিকুল আলম সিকদার , জুয়েল বিশ্বাস, মাহামুদুন নবী,সুশীল বিশ্বাস, মোহাম্মদ আল মাসুদ খান, ফারুক হোসেন, মোঃ আজিজুল ইসলাম, মোঃ আজিজ খান ও মোঃ ফাহাদ মোল্লা।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, নিরুন্নাহার শাহানাজ নাজনীন , ও খাদিজা খানম।

গত সোমবার  মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে গোপালগঞ্জ সদর উপজেলা  নির্বাচন কর্মকর্তার কাছে ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র  জমা দেন। রিটানিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র যাছাই-বাছাই শেষ তারিখ ১৭ এপ্রিল  (বুধবার)। প্রার্থীরা যাছাই-বাছাই এর সিদ্ধান্তে বিরুদ্ধে আপিল দ্বায়ের করতে পারবে ১৮ এপ্রিল  (বৃহস্পতিবার)। আপিল দ্বায়ের বিরুদ্ধে নিষ্পত্তি আগামী ২১ এপ্রিল (রবিবার)। প্রার্থীতা প্রত্যহারের শেষ তারিখ আগামী ২২ এপ্রিল (সোমবার)। প্রার্থীদের নির্বাচনের প্রতীক বরাবদ্দ দিবেন আগামী ২৩ এপ্রিল  (মঙ্গলবার)। ভোট গ্রহণ ৮ ই মে (বুধবার)।