ঘরে থাকছে না রাজধানীবাসী

জীবন-যাপন রাজধানী

নিজস্ব প্রতিবেদক : সরকারের নানা পদক্ষেপ আর আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত তৎপরতার পরও ঘরে থাকছে না রাজধানীবাসী। অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা থাকলেও বুধবার সকাল থেকেই অলিগলি থেকে শুরু করে রাজপথে দেখা গেছে বিপুল সংখ্যক মানুষ ও যানবাহনের চলাচল। মানা হচ্ছে না সামাজিক দূরত্বও।
রাজধানীর লকডাউন এলাকাতেও খোলা রয়েছে অপ্রয়োজনীয় দোকানপাট। জরুরি সেবার বাইরে সেলুন, চায়ের দোকান, রং, ইলেকট্রিক পণ্যের দোকানও খোলা রয়েছে। মুদি দোকানে রয়েছে ক্রেতার ভিড়।
এছাড়াও বাজার ও ব্যাংক এলাকায় দেখা যাচ্ছে জনসমাগম। কোথাও মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। কোনো জায়গায় প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার বসানো হলেও রয়েছে ভিড়।
বিভিন্ন সড়কে ও গলির মুখে রিকশা, সিএনজি ও মোটরসাইকেল রয়েছে যাত্রীর অপেক্ষায়। এছাড়াও অনেক সড়কে বসে কাজের অপেক্ষা করছেন শ্রমিক, দিনমজুর। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের রাস্তায় বের হওয়া বন্ধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাইকিং করছে পুলিশ ও সেনা সদস্যরা।


বিজ্ঞাপন