বছরের প্রথম কালবৈশাখীর হানা

এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। বৃহস্পতিবার বিকেলে ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত হানে।


বিজ্ঞাপন

মাত্র আধাঘণ্টা সময় নিয়ে রাজধানী ঢাকার উপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। স্বল্প সময় হলেও এর গতিবেগ ছিল ঘন্টায় ৭৪ কিলোমিটার। এর সঙ্গে কিছুটা ভারী বৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন

আবহাওয়া দপ্তর জানায়, রাজধানী ঢাকার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় ছিল বিকাল ৪টা। সেই সময় এর গতিবেগ ছিল ঘন্টায় ৭৪ কিলোমিটার।


বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, আজ বিকেলের কালবৈশাখী শুধু রাজধানী ঢাকাতেই নয়, পার্শ্ববর্তী জেলা টাংগাইল, ময়মনসিংহ, সিলেট, এরপর কুমিল্লার ওপর দিয়ে বয়ে যায়।

কালবোশেখী বয়ে যাওয়ার পর ঝলমলে রোদ দেখা দেয়। এরপর আবারো আকাশ কালো হতে শুরু করে।