স্বাস্থ্য অধিদফতরের ডিজির পদত্যাগ চেয়ে নোটিশ

আইন ও আদালত স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : করোনায় মানুষের স্বাস্থ্যগত বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগ চেয়ে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বৃহস্পতিবার সকালে ইমেইলে স্বাস্থ্য অধিদফতরের ডিজির কাছে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান (রবিন)। নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী।
তিনি বলেন, ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাসহ ৩,৩২৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সারাদেশে ইতোমধ্যে ১১০ জন মানুষ মৃত্যুবরণ করেছেন।
করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংলিষ্ট ব্যক্তিবর্গ যথাযথ প্রদক্ষেপ নিতে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছেন। তাই সাধারণ মানুষের পর সবচেয়ে বেশিসংখ্যক ডাক্তার আক্রান্ত হয়েছেন। এই ব্যর্থতার দায় নিয়ে অত্র নোটিশ পাওয়ার পরপরই তাকে যথাশিগগির পদত্যাগ করার জন্য বলা হয়েছে।
নোটিশের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়, সচিব, অর্থ মন্ত্রণালয়, সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা) বরাবরেও পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন