ইতিহাসে প্রথমবার রমজানে মুসল্লিহীন আল-আকসা মসজিদ

আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট : প্রতিবছরই পবিত্র রমজান মাসজুড়ে একসঙ্গে হাজার হাজার মানুষ পাশাপাশি দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করেন জেরুজালেমের আল-আকসা মসজিদে। রমজানের শেষে দিনগুলোতে তো ওই মসজিদে মুসল্লির সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। প্রতিষ্ঠার পর থেকে গত প্রায় ১৪শ’বছর ধরে এমনটাই দেখা গেছে মসজিদটিতে।
কিন্তু করোনার কারণে এবছরই প্রথম ব্যতিক্রমী ঘটনা ঘটলো এই মসজিদে। ইতিহাসে প্রথমবারের মতো রমজান মাসেও মুসল্লিশূন্য থাকছে মক্কা মদিনার পর মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম মসজিদ হিসাবে স্বীকৃত এই উপাসনালয়
ফিলিস্তিনে শুক্রবার থেকে শুরু হয়েছে রোজা। তবে করোনা মহামারির কারণে দেশটিতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজ, রেস্টুরেন্ট, বিনোদনকেন্দ্র। একই সঙ্গে স্থগিত রয়েছে মসজিদে জামাতে নামাজ পড়াও।
মহামারির কারণে আল-আকসা মসজিদে গত ২২ মার্চ জামাতে নামাজ আদায় বন্ধ ঘোষণা করে জেরুজালেমের ইসলামিক ওয়াকফ কাউন্সিল।
গত ১৬ এপ্রিল তারা জানিয়ে দেয়, এবার রমজান মাস জুড়ে বন্ধ থাকবে আর আকসা মসজিদে জামাতে নামাজ আদায়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ সবাইকে বাড়িতে তারাবিহর নামাজ আদায় করার অনুরোধ জানিয়েছেন। তবে নামাজ আদায় বন্ধ থাকলেও পাঁচ ওয়াক্তই সেখানে আজান দেয়া হবে।


বিজ্ঞাপন