রাস্তাঘাটে বাড়ছে মানুষ

জাতীয় জীবন-যাপন রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সতর্কতা ভেঙ্গে রাস্তাঘাটে প্রতিদিনই বাড়ছে মানুষের সংখ্যা। লকডাউনের শুরুতে বিভিন্ন জায়গায় কড়াকড়ি নজরদারি থাকলেও এখন তাতেও ঢিলেঢালা ভাব দেখা গেছে। সেই সুযোগে অকারণে রাস্তাঘাটে ঘোরাফেরাও বেড়ে গেছে। অনেকে এখন মাস্ক ছাড়াও চলাফেরা করছেন।
লকডাউন এলাকা বিশেষ করে মানিকনগর, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, মিরপুরে মানা হচ্ছে না বিধিনিষেধ। মোড়ে মোড়ে খোলা চায়ের দোকান, চলছে আড্ডা। জরুরি সেবা ও নিত্যপণ্যের বাইরেও খোলা রয়েছে অনেক দোকান। কিছু জায়গায় খোলা দেখা গেছে সেলুন।
এছাড়াও সকাল থেকে অনেক এলাকার ইলেকট্রনিক, ফাস্টফুড, হার্ডওয়্যারের দোকান খোলা রয়েছে। চলছে বেচাকেনাও। কাঁচাবাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের মুখে মাস্ক নেই। আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতাও খুব একটা দেখা যাচ্ছে না।
রাজধানীর সড়কে বেড়েছে রিকশা, সিএনজি, মোটরসাইকেল, ব্যক্তিগত যান-চলাচল। কোথাও কোথাও গাড়ির জটলাও দেখা গেছে।


বিজ্ঞাপন