খাদ্য সহায়তা দিতে পুলিশের অন্যরকম উদ্যোগ

এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক : চলমান করোনা ভাইরাস মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রম হিসেবে মজুর ও দরিদ্র-অসহায় মানুষের পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল।
১ এপ্রিল থেকে প্রতিদিন ৫০০ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষের জন্য একবেলা করে খাবারে রয়েছে খিচুড়ি, ডিম ও সবজির ঘন্ট। এ ছাড়া ডিএমপি কমিশনারের কার্যালয় থেকেও প্রতিদিন সরবরাহ করা হচ্ছে প্রায় ৩০০ প্যাকেট খাবার।
এ ব্যাপারে উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নিজ নিজ বাড়িতে অবস্থান ও শারীরিক দূরত্ব বজায় রাখতে অসহায় পরিবারদের মাঝে খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ।
এ উদ্যোগ অপরাধ কমতেও সাহায্য করবে জানিয়ে তিনি বলেন, মানুষের ঘরে খাবার না থাকলে মানুষের মধ্যে অপরাধের চিন্তা কাজ করতে পারে। এলাকায় চুরি ও ছিনতাইসহ অন্যান্য অপরাধও বাড়তে পারে। তাই এটা দুই দিকেই ভূমিকা রাখবে।


বিজ্ঞাপন