গাজীপুরে রমজানে গরিব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সারাদেশ

গাজীপুর প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে সারা দেশের ন্যায় গাজীপুরেও চলছে লকডাউন। এ কারণে গাজীপুর মহানগরীতে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বিশেষ করে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষ সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছে। যারা দিন এনে দিন খেত এমন মানুষজন পড়েছে খাদ্য সংকটে। সরকার ওইসব নি¤œবিত্ত, গরিব দুস্থ ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে সাহায্য সহযোগিতা করছেন। সরকারের এ উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল নিজ অর্থায়নে নগরীর বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা প্রদান করছেন। এর মধ্যে নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডের কর্মহীন দুস্থ মানুষদের চিহ্নিত করে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার পরিবারের মাঝে ৪র্থ বারের মত রমজান উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করেছেন। এ সময় কাউন্সিলর সাথে এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতে চাল, ডাল, আলু, পেয়াজ, সয়াবিন তেল, সাবান, বিস্কিট ইত্যাদি সামগ্রী বিতরণ করেন। তিনি জানান এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোককে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এ সহায়তা অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন