করোনায় প্রাণ গেলো আরও এক পুলিশ সদস্যের

জাতীয় রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন

হাসপাতালের সুপার হাসান উল হায়দার গণমাধ্যমকে বলেন, ৫৫ বছর বয়সী ওই পুলিশ সদস্য বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কাজ করতেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, শারীরিক অন্যান্য আরও জটিলতা ছিল।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে পুলিশের ২ সদস্যের মৃত্যু হয়েছে। তারা দুজনই ডিএমপিতে কর্মরত ছিলেন। মৃতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খালেক ও ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ।

তারও আগে বুধবার জসিম উদ্দিন নামে ডিএমপির আরেক কনস্টেবলের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪ পুলিশ সদস্যের মৃত্যু হলো।