বনানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবিতে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আফকো আবেদীন নামে একটি পোশাক কারখানার কর্মীরা। সোমবার বেলা ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন।


বিজ্ঞাপন

এ প্রসঙ্গে বনানী থানার ইন্সপেক্টর আব্দুল মতিন বলেন, করোনায় সাধারণ ছুটি ঘোষণার পর অন্যান্য কারখানার মতো এই প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যায়। কিন্তু অন্য কারখানা খুলতে শুরু করলেই আফকো আবেদীন এখনও খুলেনি।

তিনি আরও বলেন, এই কারখানার ১৮০ শ্রমিক বেতন-ভাতার দাবিতে আন্দোলন করছেন। সেইসঙ্গে কারখানা খুলে দেয়ার দাবি করছেন। যে কোন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বনানী থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলেই আছে।

উল্লেখ্য, এর আগে গতকাল বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকার ধামরাইয়ের কালামপুর-ভালুম শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জোমার ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।