ডাক্তার কর্নেল মনিরুজ্জামানের মৃত্যু

এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক : আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চিফ হেমোটোলজিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান মারা গিয়েছেন। রোববার বিকেল সাড়ে পাঁচটায় তিনি মৃত্যুবরণ করেন।


বিজ্ঞাপন

কর্নেল (অব.) প্রফেসর ডা. মনিরুজ্জামান রোববার বিকেলে কাজ শেষে মিরপুর ডিওএইচএসর বাসায় ফেরেন। ইফতারের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিক তার কোভিড-১৯ পরীক্ষা করা হলে তার পজিটিভ ফলাফল আসে।

তার চাচাতো ভাই কাওসার আহমেদ জানান, অধ্যাপক মনিরুজ্জামানের মরদেহ এখনও সম্মিলিত সামরিক হাসপাতালে রাখা আছে। দুপুরের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মেয়েও সিএমএইচে ভর্তি।

ডা. মনিরুজ্জামান সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর একটি বেসরকারি হাসপাতালে যোগ দেন। সবশেষ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজ করছিলেন তিনি।

দেশের এই দক্ষ চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার দীর্ঘদিনের সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে।