বাংলাদেশ আইপিটিভি ওনার্স ফেডারেশন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আইপিটিভি ওনার্স ফেডারেশন এর এক সভায় বাংলাটিভি৭১ এর চেয়ারম্যান সালাম মাহমুদকে চেয়ারম্যান সোনিবাংলা টিভির চেয়ারম্যান একেএম জুনাইদকে মহাসচিব করে বাংলাদেশ আইপিটিভি ওনার্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে আছেন নির্বাহী চেয়ারম্যান-মোঃ নূরউদ্দিন মোল্লা (ক্রাইম নিউজটিভি),ভাইস চেয়ারম্যান-এস এম মোরশেদ(এবি টিভি),ভাইস চেয়ারম্যান-মোঃ মনির হোসেন কাজী (আইটিভি অনলাইন),ভাইস চেয়ারম্যান-মহসীন আহমেদ স্বপন (বাংলাসময়২৪টিভি),ভাইস চেয়ারম্যান-খাদিজা বেগম নার্গিস(৭১বার্তা টিভি),ভাইস চেয়ারম্যান-লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ(বাংলার টেলিভিশন৭১),অর্থ সম্পাদক-টি এ কে আজাদ(এন এফ টিভি),সাংগঠনিক সম্পাদক-মোঃ আল-মামুন সেলিম অর-রশীদ মায়ারাজ (বঙ্গটিভি)।খুব শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
