ইমাম মাহাদির আরও ২ কথিত সৈনিক গ্রেফতার

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : ইমাম মাহাদির কথিত সৈনিক হিসেবে যোগ দিতে সৌদি আরব যেতে চাওয়া আরও দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ। বুধবার পুরান ঢাকার বংশাল থানার সুরিটোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তোহিদুল ইসলাম।
গ্রেফতার দুজন হলেন- মো. আব্দুর রহমান (২৯) ও মো. রবিউল ইসলাম (৩৩)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি মুঠোফোন ফোন, দুটি পাসপোর্ট, বাংলাদেশি ৩৮ হাজার ৮০০ টাকা এবং দুই হাজার ৪৬০ আমেরিকান ডলার জব্দ করা হয়।
এডিসি তোহিদুল ইসলাম জানান, গ্রেফতার দুজনেই একই মামলার পলাতক আসামি। তারা ইমাম মাহাদির কথিত সৈনিক হিসেবে সৌদিতে ‘হিজরত’ করতে চাওয়া দলের সদস্য।
এর আগে কাউন্টার টেরোরিজম বিভাগের একই টিম গত ৪ মে রাজধানীর কাকরাইল এলাকা থেকে জেএমবির ১৭ অনুসারীকে গ্রেফতার করে। তারা তাবলিগের নামে সৌদি আরব গিয়ে ইমাম মাহাদির সাথে সাক্ষাতের আশায় এক মাস আগে ঘর থেকে বের হয়ে যান। তারপর থেকে সৌদিতে ‘হিজরত’ করার চেষ্টা করছিলেন।


বিজ্ঞাপন
👁️ 4 News Views